গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২৩ এএম, ২৬শে মার্চ ২০২৩


গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান প্রধানমন্ত্রী
বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি: সংগৃহীত

২৫ মার্চ জাতীইয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শনিবার (২৫ মার্চ)  নিজ সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় তিনি এ দাবি করেন। এ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী। 


শেখ হাসিনা, আমরা সব ক্ষেত্রে উন্নয়ন করেছি। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার আদর্শ ধারণ করে ক্ষুধা ও দরিদ্র্যমুক সোনার বাংলাদেশ গড়ে তুলতে করে যাচ্ছি। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতে পারলেই  বাংলাদশে স্মার্ট বাংলাদেশ।


সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, কাজী জাফরুল্লাহ চৌধুরী, আবুল হাসনাত আবদুল্লাহ,ডা. দীপু মনি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।