লঞ্চে আগ্নিকান্ডে নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা দেয়া হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


লঞ্চে আগ্নিকান্ডে নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা দেয়া হবে:  নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঝালকাঠী প্রতিনিধি: 'এম ভি অভিযান-১০' লঞ্চে আগুনে দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে এক লাখ ৫০ হাজার টাকা দেয়া হবে। আহতদের চিকিৎসার ব‍্যবস্থা করা হবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আজ  ঝালকাঠীতে দুর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শনকালে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কো‌নো রাজ‌নৈ‌তিক ষড়যন্ত্র আছে কিনা সেটা এখ‌নই বল‌তে পার‌ছি না। লঞ্চ ব্যবসায়ী কারা আপনারা তা জানেন। শেখ হাসিনার পরিবার লঞ্চের ব্যবসা করে না।

ঝালকাঠির সুগন্ধা নদীতে পুড়ে যাওয়া লঞ্চে ৩৫০-এর মতো যাত্রী ছিল বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এমভি অভিযান-১০ লঞ্চের ফিটনেস ঠিক ছিল। আগুনের ঘটনা তদন্তে মন্ত্রণালয় থেকে কমিটি করা হয়েছে।

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল এবং বিআইডব্লিউটিএ'র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী ঝালকাঠী হাসপাতালে লঞ্চে আগুনে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। প্রতিমন্ত্রী ঢাকা থেকে ঝালকাঠী যাওয়ার পথে দুপুরে বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লঞ্চে আগুনে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোজ নেন। 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে দগ্ধ হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা অভিযান চালাচ্ছে।