ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করলেন রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বাক্ষর জাল করে ছড়ানো ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (২৩ আগস্ট) রাতে রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। একই সঙ্গে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকেও বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন: গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২২ আগস্ট তারিখে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট করা হয়েছে। তবে সেটি সম্পূর্ণ বানোয়াট এবং বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি।
রুহুল কবির রিজভী বলেন, স্বার্থান্বেষী একটি কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। বিএনপি দপ্তর থেকে তার স্বাক্ষরে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়নি।
এএস