প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিবাদীরা সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪২ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদী শক্তি এখনো সক্রিয় রয়েছে। তারা সুযোগ পেলেই অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ওই অনুষ্ঠানে রিকশা ও ভ্যানচালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়।
আরও পড়ুন: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক
রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যবস্থা না নিলে নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। কারণ সমাজে অবৈধ টাকা ও অস্ত্রের প্রভাবে ফ্যাসিবাদ গভীরভাবে শেকড় গেড়ে বসেছে। তার মতে, সচিবালয়সহ বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ক্রমাগত কারখানা বন্ধ হয়ে যাওয়া ও কর্মসংস্থানের সংকট তৈরি হওয়ায় দেশে দুর্ভিক্ষের পূর্বাভাস দেখা দিচ্ছে। গার্মেন্টস খাত থেকে ইতিমধ্যে এক লাখ শ্রমিক চাকরি হারিয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রয়োজনে সরকার কারখানাগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারে।
আরও পড়ুন: ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করলেন রিজভী
জুলাই সনদ প্রসঙ্গে রিজভী বলেন, আইন বা সংবিধান সংশোধন করার অধিকার কেবল নির্বাচিত সংসদের। কোনো রাজনৈতিক দল আগে থেকেই গণভোট দাবি করতে পারে না। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা অতীতে প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন, যা গণতন্ত্রের জন্য হুমকি।
তিনি আরও যোগ করেন, ৫ আগস্টের পর জনগণ যে অর্জন করেছে তা ধরে রাখতে হবে। ১৫-১৬ বছরের দমন-পীড়নের অভিজ্ঞতা থেকে জাতিকে শিক্ষা নিতে হবে এবং ছোটখাটো বিভেদ সৃষ্টি করে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ সুগম করা যাবে না।
আরও পড়ুন: গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া
এ সময় রিজভী অভিযোগ করেন, সুখরঞ্জন বালিকে চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন শেখ হাসিনা। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আন্দোলনের মাধ্যমে দাবি করলেও ক্ষমতায় এসে নিজেই তা বাতিল করেছেন, যা দ্বিচারিতার উদাহরণ।
এএস