দুবাইয়ে আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ২৬শে মার্চ ২০২৩


দুবাইয়ে আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

পুলিশ কর্মকর্তা ইমরান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে গ্রেফতার হয়েছেন মর্মে কোনও তথ্য নেই বলে জানিয়েছেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।


শনিবার (২৫মার্চ) রাদুপুরে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।


চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে গ্রেফতার হয়েছেন মর্মে কোনও তথ্য আমাদের কাছে নেই। তবে তাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।


তিনি আরও  বলেন, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি হিসেবে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়েছে। আমাদের সঙ্গে ইন্টারপোলের যোগাযোগ রয়েছে।