জীবননগরে ফেন্সীডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ২৬শে মার্চ ২০২৩
চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শবর্তী মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী মনজুরা আক্তার জলি(২৭)।
পুলিশ সুত্র থেকে জানা গেছে, শনিবার (২৫ মার্চ) জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেকের নেতৃত্বে এসআই নাহিরুল ইসলাম ও এসআই রায়হান সঙ্গীয় ফোর্সসহ গোপল সংবাদের ভিত্তিতে জীবননগর হাসপাতাল গেইটের সামনে মহাসড়কে অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ভারতীয় ফেন্সীডিলসহ মনজুরা আক্তার জলি নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
ফেন্সীডিলসহ গ্রেফতার নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।