শাকিব ইস্যুতে যা বললেন সেই নারী!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:৪৬ পূর্বাহ্ন, ২৬শে মার্চ ২০২৩
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তার বিরুদ্ধে এক নারী সহপ্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানের অভিযোগ তুলেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। অবশেষে এ প্রসঙ্গে মুখ খুলেছেন সেই নারী প্রযোজক।
দেশের একটি গণমাধ্যমকে সেই নারী বলেছেন, ‘বাংলাদেশে আমার প্রসঙ্গ টেনে আমার হয়ে যে অভিযোগ করা হয়েছে, সে সম্পর্কে আমি কিছুই জানি না।।’
‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার ব্যাপারে ওই নারী প্রযোজক বলেন, সিনেমাটি সম্পূর্ণ করা হবে কিনা, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি আমরা। আমার ব্যক্তিগত বিষয়ে যেসব কথা হচ্ছে, এ জন্য কাউকে আমি অনুমতি দিইনি।
তিনি আরও বলেন, ‘ এ নিয়ে যে পদক্ষেপ নেয়া হবে, সেটাও জানতাম না আমি। ২০১৬ সালের অভিযোগটি এখনো তদন্তাধীন। কী করব, তা ভবিষ্যতে বিবেচনা করব। আমি এখন এসব নিয়ে ভাবছি না।’