মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পরমাণু শক্তি কমিশনের শ্রদ্ধা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৩


মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পরমাণু শক্তি কমিশনের শ্রদ্ধা
মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, প্রধান কার্যালয়ে  জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। 


পরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পক্ষ থেকে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. অশোক কুমার পাল এর নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


এ সময় কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের পরিচালক, প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাপশক প্রধান কার্যালয়সহ অধীনস্থ সকল কেন্দ্র/প্রতিষ্ঠানে জন্মশতবার্ষিকীর লগো সম্বলিত ২৬ মার্চের নান্দনিক ব্যানার, পোস্টার ও ড্রপডাউন ব্যানার টানানো হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।