ইস্পি অরেঞ্জের বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৪ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৩
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজ্ঞাপনে মার্কেট সয়লাব করে ফেলছে ইস্পাহানির ইস্পি অরেঞ্জ ও আমের ইন্সট্যান্ট পাউডার।
কাজী শরীফুল ইসলাম শাকিল নামের এক ব্যাক্তি ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেছেন তার শিশু সন্তান ইস্পি অরেঞ্জ ড্রিংক পাউডার দিয়ে শরবত বানিয়ে খেয়ে অসুস্থ হয়েছেন।
সম্প্রতি তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে শাকিল উল্লেখ করেছে, রমজান মাস উপলক্ষে ইস্পাহানির ইস্পি অরেঞ্জ পাউডার এর ৪টি প্যাকেট কিনেন। পরবর্তী সময়ে এটা পানিতে মিশিয়ে খেয়ে তার ৪ বছরের মেয়ে অসুস্থ হয়ে পড়ে।
এ বিষয়ে শাকিল গণমাধ্যমকে জানান, শরবত খাওয়ার পর আমার মেয়ের পাতলা পায়খানা হয়েছে কয়েকবার। আমারও পেটে সমস্যা হচ্ছে। আমার এক বন্ধু ক্যামিস্টের সাথে যোগাযোগ করি। তার কাছে বিস্তারিত বললে, তিনি বলেন- রং মিশিয়ে বাজারজাত করলে সাধারণত এমন হওয়ার সম্ভবনা বেশি থাকে।
এ প্রসঙ্গে ইস্পি পাউডার ড্রিঙ্কের সিনিয়র এক্সিকিউটিভের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে রাজি হননি।