বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫২ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৩
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে উদযাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, আনসার ও ভিডিপি একাডেমিসহ মাঠ পর্যায়ে সকল রেঞ্জ, আনসার ব্যাটালিয়ন, জেলা, জোন, ভিটিসি ও উপজেলা কার্যালয়সমূহে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে রবিবার (২৬ মার্চ) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন, জেলা, ভিটিসি ও উপজেলা কার্যালয়সহ সকল ইউনিটে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী সকল স্তরের সদস্যদেরকে পাঠ করে শোনানো হয়। এছাড়াও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্য চিত্র/ভিডিও “বাংলার মাটি বাংলার জল ও স্বাধীনতা আমার স্বাধীনতা” প্রদর্শন করা হয়।
২৬ মার্চ “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষ্যে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গেজেটভূক্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যেসকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ প্রকাশিত গেজেট অনুযায়ী) তাদেরকে সম্মানের সাথে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
এদিন মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যদেরসহ মুক্তিযুদ্ধের বীর শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাহিনীর সদর দপ্তরসহ সকল ইউনিটের মসজিদসমূহে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নির্দেশনা মোতাবেক মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠান ছাড়াও এক বর্ণাঢ্য র্যালি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বহিনীর সদর দপ্তর, আনসার ও ভিডিপি একাডেমিসহ মাঠ পর্যায়ে সকল রেঞ্জ, আনসার ব্যাটালিয়ন, জেলা, জোন, ভিটিসি ও উপজেলা কার্যালয়সমূহের গুরুত্বপূর্ণ ভবন/ফটকসমূহে ব্যানার স্থাপন, সৌন্দর্য্যবর্ধন, জাঁকজমকপূর্ণভাবে আলোকসজ্জা-সাজসজ্জার ব্যবস্থা করা হয়, ইফতার শেষে প্রীতিভোজের আয়োজনসহ বাংলাদেশ আনসার ও ভিডিপি হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এসব অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
কোভিড- ১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করে এ সকল কার্যক্রম সম্পাদন করা হয়।
এর আগের দিন যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৫ মার্চ জাতীয় ‘গণহত্যা দিবস ২০২৩’ উদযাপন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সকলের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করে বাহিনীর সকল ইউনিটে কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ রাত ১০.৩০ থেকে ১০.৩১ মিনিট পর্যন্ত সকল ইউনিটে (কেপিআই/জরুরী স্থাপনা ব্যতীত) প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হয়।