পুলিশকে জনগণের বন্ধু হতে হবে: আইজিপি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৮ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৩


পুলিশকে জনগণের বন্ধু হতে হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর নির্দেশনা মতো সব পুলিশ সদস্যকে জনগণের বন্ধু হয়ে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।


রবিবার (২৬ মার্চ) রমনায় পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।


আইজিপি বলেন, পুলিশ সদস্যদের প্রতি রেখে যাওয়া বঙ্গবন্ধুর আদেশ পালন করতে হবে সবাইকে। একটা সময় ছিল যখন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা করা যেতো না। এমনকি বঙ্গবন্ধুর নামও নেওয়া যেত না। বঙ্গবন্ধু সম্পর্কে একটা প্রজন্ম তেমন কিছুই জানতে পারেনি। 


সরকারি প্রতিটি দফতরে এখন বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা সম্পর্কে পড়াশোনার সুযোগ থাকছে বলেও জানান তিনি।