সালমানকে হত্যার হুমকি, গ্রেফতার ১


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৩


সালমানকে হত্যার হুমকি, গ্রেফতার ১
আসামি ঢাকাদ্রম বিষ্ণোই - সালমান খান

ইমেইলে বলিউডের 'ভাইজান' সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজস্থান ও মুম্বাই পুলিশের যৌথ অভিযানে যোধপুর থেকে গ্রেফতার করা হয় ঢাকাদ্রম বিষ্ণোই নামে এই অভিযুক্তকে।


ভারতের গণমাধ্যম জানায়, যে ইমেইল থেকে সালমান খানের ম্যানেজারের ইমেইলে হত্যার হুমকি পাঠানো হয়েছিল, সেই মেইলের আইপি অ্যাড্রেসকে পুঁজি করে ঢাকাদ্রম বিষ্ণোইয়ের অবস্থান শণাক্ত করে পুলিশ। পাঞ্জাবের গায়ক সিধু মুসওয়ালার বাবাকে হত্যার হুমকি দিয়েছিলেন ২১ বছর বয়সী এই ব্যক্তি। আজ সোমবার (২৭ মার্চ) তাকে আদালতে তোলা হতে পারে।  


ঢাকাদ্রম বিষ্ণোইকে গ্রেফতারের বিষয়টি রবিবার (২৬ মার্চ) টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করে মুম্বাই পুলিশের এক কর্মকর্তা।


এর আগে চলতি মাসে টানা কয়েকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। গত ১৯ মার্চ সালমান খানের ম্যানেজার জোর্ডি প্যাটেলের ই-মেইলে পাঠানো বার্তায় তাকে ফের হত্যার হুমকি দেওয়া হয়। রোহিত গার্গের আইডি থেকে এই মেইল পাঠানো হয়েছিল।