প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৩


প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ ক্রিকেট দল

তিন ম্যাচের টি ২০ সিরিজের আইরিশদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের এটি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। 


সোমবার (২৭ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।


পেসার হিসেবে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।  ইংলিশ সিরিজে ভালো করেছেন লিটন দাস ও রনি তালুকদার। ফলে ওপেনিংয়ে এই দুই ব্যাটসম্যানকে দেখা যেতে পারে। টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় মোটামুটি নিশ্চিত। 


বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।