সুলভ মূল্যে মাংস-দুধ-ডিম পেয়ে সাধারণ মানুষ খুশি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৩৮ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৩
পবিত্র রমজান মাসে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র চালু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এখান থেকে সুলভ মূল্যে দুধ, ডিম এবং গরু ও মুরগির মাংস কিনতে পেরে খুশি সাধারণ মানুষ।
সোমবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে রাজধানীর আজিমপুর রোডে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র এসব পণ্য বিক্রি করতে দেখা যায়।
ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের বেশিরভাগ ক্রেতারাই হলেন মধ্যবিত্ত। আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি না থাকায় ক্রয়ক্ষমতা কমেছে মধ্যবিত্তদের বড় একটি অংশের।
ঢাকার বিভিন্ন এলাকায় ২০টি ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র রয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরের।
প্রতিদিন একেকটি ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র মাংস ১০০ কেজি, খাসি ৪০-৫০ কেজি, মুরগি ৫০ কেজি, ১২০০ পিস ডিম ও দেড়শো লিটার দুধ নিয়ে আসে। এই বিক্রয়কেন্দ্রগুলোতে প্রতি কেজি গরুর মাংস ৬৪০ টাকা, খাসির মাংস ৯৪০ টাকা, ড্রেজস ব্রয়লার মুরগি ৩৪০ টাকা, দুধ এক লিটার ৮০ টাকা ও ডিম এক ডজন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. মো. শাহিনুর আলম বলেন, ‘সাড়া ভালোই পাচ্ছি, চাহিদা প্রতিদিনই বাড়ছে। পণ্য দুপুরেই শেষ হয়ে যাচ্ছে। তবে শতভাগ চাহিদা পূরণ করা কঠিন। বিক্রয়কেন্দ্রগুলো সবার জন্য উন্মুক্ত।