আজ ৪ উইকেট পেলেই সাকিবের নতুন রেকর্ড


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৩


আজ ৪ উইকেট পেলেই সাকিবের নতুন রেকর্ড
সাকিব আল হাসান

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে চার উইকেট পেলেই সর্বোচ্চ উইকেটের মালিক বাংলাদেশের অধিনায়ক অল রাউন্ডার  সাকিব আল হাসানের। সোমবার (২৭ মারচ) আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেই সুযোগের সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা এই  ক্রিকেটার।


বর্তমানে ১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারীর রেকর্ড দখলে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার টিম 


এর পরেই রয়েছে সাকিব আল হাসান। ১২ ম্যাচের ১১০ ইনিংসে ১৩১ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন তিনি।


৭৮ ম্যাচে ১২৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান।


এই সিরিজে সাকিব ৪টি উইকেট পেলেই ২০ ওভারি ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হবেন সাকিব আল হাসান।