দাম কমলেও ক্রেতা কম ব্রয়লার মুরগির
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৮শে মার্চ ২০২৩
কয়েকদিন আগেও প্রায় ৩০০ ঘরে ছিল ব্রয়লারের দাম। ইতিহাসের সর্বোচ্চ দামে ২৭০ থেকে ২৮০ টাকায় প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে।
দুই দিন আগে ২৪৫ থেকে ২৫০ টাকায় বিক্রি হলেও আজ প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়।
বিক্রেতারা বলছেন, ব্রয়লারের দাম বাড়তি থাকায় এতদিন ক্রেতা খুব কম ছিল। গত দুই দিনে যখন মুরগির দাম কিছুটা কমেছে তখনও ব্রয়লারের তেমন ক্রেতা পাওয়া যায়নি। এর কারণ হতে পারে মাসের শেষ, তাই সবার হাতে এখন টাকা নেই। তাছাড়া ব্রয়লারের দাম কমেছে এটা এখনো অনেকে জানে না।
সোমবার (২৭ মার্চ) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ বাজারেই ব্রয়লার প্রতি কেজি ২২০ টাকায় বিক্রি হলেও কিছু কিছু দোকানে ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালি মুরগি প্রতি কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে, পাশাপাশি কক লেয়ার ৩৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
নিউমার্কেট কাঁচাবাজারে ব্রয়লার কিনতে আসা সোহেল বলেন, আজ বাজারে এসে দেখলাম ব্রয়লারের দাম কমেছে, তাই দেড় কেজি ওজনের একটা ব্রয়লার কিনলাম।
টিসিবির সহকারী পরিচালক নাসির উদ্দিন তালুকদার জানিয়েছেন, আজ বাজারে ব্রয়লার মুরগি ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হয়েছিল। এক মাস আগে দাম ছিল ২০০ থেকে ২৩০ টাকা। আর এক বছর আগে এসময় ব্রয়লার মুরগির দাম ছিল ১৫৫ থেকে ১৬০ টাকা।