হজযাত্রী নিবন্ধনের সময় ফের বাড়লো
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৪ পূর্বাহ্ন, ২৮শে মার্চ ২০২৩
এখনও কোটা পূরণ হয় তাই ষষ্ঠবারের মতো বৃদ্ধি হয়েছে হজযাত্রী নিবন্ধনের সময়। নতুন সময় অনুযায়ী আগামী ৩০ মার্চ পর্যন্ত হজের নিবন্ধন চলবে।
সোমবার (২৭ মার্চ) নিবন্ধনের সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এর আগের নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধের সময় আজ শেষ হওয়ার কথা ছিল।
এর আগে গেল গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া পাওয়ায় পরে সময় আরও ৫দিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। তারপর আরও কয়েক ধাপে হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে ২৭ মার্চ করা হয়।
এছাড়া পাশাপাশি বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে হজ পালনে খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়। আজ নতুন করে সময় বাড়িয়ে ৩০ মার্চ করা হলো।
সৌদির সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।