ভক্তের বিয়ের প্রস্তাব পেলেন রাশমিকা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৩


ভক্তের বিয়ের প্রস্তাব পেলেন রাশমিকা
রাশমিকা

সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী  রাশমিকা মান্দানাকে মুম্বাই বিমানবন্দরের বাইরে লাল পোশাকে দেখা যায়। তার এই সাজ দেখে মুগ্ধ ভক্তরা।


অভিনেত্রীর লাল পোশাক পরা ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই বিয়ের প্রস্তাব পান তিনি।


একটি ভিডিওতে দেখা গেছে, ‘তিনি একটি লাল মিরর ওয়ার্ক করা শারারা পরেছিলেন। সঙ্গে মানানসই সোনালি ঝুমকা ও চুড়ি। তার মুখে লেগে ছিল সেই মিষ্টি হাসি। সবমিলিয়ে রোদের মতো ঝলমল করছিলেন অভিনেত্রী। রাশমিকার এই হাসিতেই পাগল তার ভক্তরা।’


এ নায়িকার ভক্তরা তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। অনেকে তো তাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসলেন।


তার এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘ম্যাডাম আপনি আমাকে বিয়ে করবেন? আমি বেকার কিন্তু কথা দিচ্ছি আপনাকে ভালোবাসায় ভরিয়ে রাখব।’