কামরাঙ্গীরচরে ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডে শিশুসহ দগ্ধ ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২৯শে মার্চ ২০২৩
রাজধানীর কামরাঙ্গীরচরের বাদশা মিয়া স্কুলের পাশে ফার্নিচার কারখানায় লাগা আগুনে শিশুসহ দুইজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন- মিম (৬) ও জহিরুল ইসলাম (৩৩)।
দগ্ধ জহিরুল ইসলামের সহকর্মী জানান, ফার্নিচার কারখানা ও দগ্ধ হওয়া শিশুটির বাসা একসঙ্গে। ফার্নিচারের বার্নিশ হাতে ছিল জহিরুল, পাশেই মোম গলানোর জন্য মোমবাতি জ্বালানো ছিল। ওই শিশু আগুনের পাশ দিয়ে দৌড় দিলে বার্নিশ মোমের ওপরে পড়ে মুহূর্তে দুজনের শরীরে আগুন লেগে যায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, দগ্ধ অবস্থায় দুইজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে মিম নামে ছয় বছরে একটি শিশু রয়েছে। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।