অবসরে যাচ্ছেন সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৩ পূর্বাহ্ন, ২৯শে মার্চ ২০২৩


অবসরে যাচ্ছেন সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান
সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান। ফাইল ছবি

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান অবসরে যাচ্ছেন। আগামী ৩১ মার্চ সরকারি চাকরি থেকে অবসরে যাবেন তিনি।


এদিকে মঙ্গলবার (২৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে।


প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে সরকারি চাকরি আইন অনুযায়ী ৩১ মার্চ থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ০১-০৪-২০২৩ থেকে ৩১-০৩-২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পি.আর.এল.) মঞ্জুর করা হলো।


তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।