জুনের মধ্যে ডিজিটাল হচ্ছে শহরগুলোর ক্যাবল অপারেটর সিস্টেম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:০৩ পূর্বাহ্ন, ২৯শে মার্চ ২০২৩
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী জুন মাসের মধ্যে দেশের বড় শহরগুলোতে ক্যাবল অপারেটর সিস্টেমকে ডিজিটালাইজড করা হবে।
মঙ্গলবার (২৮ মার্চ) কাকরাইলে আইডিইবি ভবনে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী একথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল করতে পারলে সবাই উপকৃত হবেন। এতে টেলিভিশন উপকৃত হবে। ক্লিড ফিড বাস্তবায়ন করাতে টিভিগুলো উপকৃত হয়েছে।
তিনি জানান, ওটিটির নীতিমালা তৈরি হচ্ছে। রোজার মধ্যে হয়ে যাবে। সবাই যেন সেটটপ বক্স কিনতে পারে, এজন্য দাম সাধ্যের মধ্যে রাখা হবে।
জানা গেছে, দেশে প্রায় সাড়ে চার কোটি টেলিভিশন গ্রাহক আছে। এখান থেকে ক্যাবল অপারেটররা প্রচুর আয় করে। কিন্তু সরকারের খাতায় ট্যাক্স-ভ্যাট জমা হচ্ছে খুব কম। ডিজিটাল পদ্ধতি হলে এই ফাঁকি দেওয়া সম্ভব হবে না।