সৌদিতে বাস উল্টে ওমরাহযাত্রী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৩
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা জেলায় বাস দুর্ঘটনায় প্রায় ২৪ জন নিহত জন হয়েছেন। এতে আহত হয়েছেন ২৩ জন।
বাসটিতে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৫ জন। এখন পর্যন্ত ১৩ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত ১৭ বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৌদি আরবের আসির প্রদেশে বাস উল্টে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের দুর্ঘটনায় আহত বাংলাদেশিদের চিকিৎসার সব ধরনের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।