আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়: মৌসুমী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৪২ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৩
ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ‘১৩টি প্রশ্ন’ শিরোনামের আয়োজনে এক অনুষ্ঠানে নিজের বেশ কিছু ইচ্ছের কথা প্রকাশ করেছেন এ অভিনেত্রী।
অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন শাহরিয়ার নাজিম জয়। নানা ধরণের প্রশ্নের উত্তরও দিয়েছেন মৌসুমী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো— আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেওয়া হয়। জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক।’
মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী আরও বলেন, ‘আমি মারা যাবার আগে বড় হজ করতে চাই। আমি যেন হজ করতে পারি, সে জন্য সবাই দোয়া করবেন।’