রেলব্রিজে মজেছিলেন প্রেমিক-প্রেমিকা, ট্রেন দেখে আতঙ্কে নিচে ঝাঁপ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রেলব্রিজে মজেছিলেন প্রেমিক-প্রেমিকা, ট্রেন দেখে আতঙ্কে নিচে ঝাঁপ

ফাগুনের হিমেল হাওয়ায় গোপনে দেখা করতে যান প্রেমিক ও প্রেমিকা। রেলব্রিজের ওপর বসে ভালোবাসার গল্পে মেতেও উঠেছিলেন ওই যুগল।  তবে হঠাৎ করে ওই ব্রিজের কাছাকাছি ট্রেন আসতে দেখে আতঙ্কিত হয়ে ওঠেন তারা। ভয়ে প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন রেলব্রিজের নিচে। এতে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকালে রাজবাড়ীর পাংশা উপজেলার কালিকাপুর ইউনিয়নের রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত প্রেমিক শামীমের ডানহাত ও প্রেমিকার (১৮) মাজার হাড় ভেঙে যায়। বর্তমানে তারা দুজনেই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রেমিক শামীম পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রামের শাহজাহান খানের ছেলে ও প্রেমিকার বাড়ি কালুখালী উপজেলায়।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকাশ সোমবার সকালে যুগান্তরকে বলেন, আহত ওই প্রেমিক-প্রেমিকাকে রোববার বিকালে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এসএ/