চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে: তানজিন তিশা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:০৬ পিএম, ২৯শে মার্চ ২০২৩


চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে: তানজিন তিশা
তানজিন তিশা।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।আসন্ন ঈদুল ফিতরে নতুন নাটক নিয়ে পর্দায় হাজির হবেন তিশা।


সম্প্রতি ঈদের জন্য নির্মিত  ‘দোয়া’ নামে এক নাটকে অভিনয় করেচেন তিনি। এটি রচনা করেছেন দয়াল সাহা এবং নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি।


ভিন্ন ধরনের গল্প নিয়ে তৈরি নির্মিত হয়েছে নাটকটি। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী।


এতে অভিনয় প্রসঙ্গে  তিশা গণমাধ্যমে জানান, ‘দোয়া’ নিয়ে অনেক প্রত্যাশা আমার। এতে পর্দায় আমার সহশিল্পী হিসেবে কাজ করেছেন ফারহান। আমি চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। বাকিটা নাটকটি দেখার পর দর্শকরা বলতে পারবেন। তবে আশা করছি গল্পটি ভালো লাগবে তাদের।