আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:২০ এএম, ৩০শে মার্চ ২০২৩

১৬ বছর পর বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়লেন লিটন দাস। আইরিশদের বিপক্ষে ৫০ ছুঁয়েছেন মাত্র ১৮ বলে।
বাংলাদেশের হয়ে এত দিন দ্রুততম ফিফটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে পঞ্চাশ স্পর্শ করেছিলেন সেই ম্যাচের অধিনায়ক।
বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। প্রথম চার বলে মাত্র ৫ রান তোলা লিটন পঞ্চাশ পূর্ণ করতে খেলেন ৫ চার ও ৩ ছয়।