দায়িত্ব-কর্তব্য নিষ্ঠার সাথে পালনের আহ্বান বিএসএমএমইউ'র উপাচার্যের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪২ পূর্বাহ্ন, ৩০শে মার্চ ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের দায়িত্বভার গ্রহণের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) শহীদ ডা. মিল্টন হলে গত বছরের উল্লেখযোগ্য অর্জনসমূহ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জাতির পিতার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, চিকিৎসাসেবা, গবেষণা ও উন্নয়নে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত সবাইকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তপাদার প্রমুখসহ সম্মানিত ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।