ইফতারের আগে রাজধানীতে তীব্র যানজট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫২ পূর্বাহ্ন, ৩০শে মার্চ ২০২৩
পবিত্র রমজানের সপ্তম দিন আজ। আর কিছুক্ষন পরেই ইফতার। এ সময় সবারই বাড়িতে ফেরার তাড়া থাকে। বেশিরভাগ অফিস-আদালত বিকেল ৩টা বাজে ছুটি হওয়ায় রাস্তায় বেড়ে যায় গাড়ির চাপ, তৈরি হয় অসহনীয় যানজট।
বুধবার (২৯ মার্চ) রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, বিজয় সরণি, মহাখালীতে দেখা যায় যানজটের এমন চিত্র।
এদিকে যাত্রীরা বলছেন, আজকে রাস্তায় গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এতে ইফতারের সময় বাড়িতে ফেরা নিয়ে শঙ্কায় আছেন পথচারীরা।
সরেজমিনে বিজয় সরণিতে দেখা যায়, অফিসফেরত ও ঘরমুখী যাত্রীরা দীর্ঘসময় ধরে বসে থাকছেন জ্যামে।
এদিকে সড়কে জ্যামের পাশাপাশি রয়েছে গাড়ির সংকটও। বাসস্ট্যান্ডে কোনো গাড়ি এলেই তাতে ওঠার জন্য ছুটছেন যাত্রীরা। তবে বেশিরভাগ বাসে যাত্রী থাকায় অল্প কয়েকজনই তাতে চড়তে পারছেন। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নারীরা। ভিড়ে বাসে উঠতে হিমশিম খেতে হচ্ছে তাদের।