বেড়েছে সোনালি-লেয়ার মুরগির দাম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৫ পূর্বাহ্ন, ৩০শে মার্চ ২০২৩
সপ্তাহের ব্যবধানে প্রায় ১২০ টাকার ওপরে কমেছে ব্রয়লার মুরগির দাম। এদিকে হঠাৎ বেড়েছে সোনালি ও লাল লেয়ার মুরগির দাম।
বুধবার (২৯ মার্চ) রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, এ বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ থেকে ১৯০ টাকায়।
এদিকে চারদিনের ব্যবধানে লাল লেয়ার মুরগি কেজিতে বেড়েছে ৩০ টাকা। এ ছাড়া কেজিতে ১০ টাকা বেড়ে বর্তমানে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা দরে।
লেয়ার মুরগি বিক্রেতা সোহাগ বলেন, প্রতিদিন মুরগির নতুন চালান আসে। দাম প্রতিদিনই পরিবর্তন হয়। আমরা যে দামে কিনে আনি, কিছুটা লাভ রেখে বিক্রি করি। কাপ্তান বাজার থেকে ২৯০ টাকা কেজি দরে লাল লেয়ার মুরগি কিনে এনেছি।
এ ছাড়া কারওয়ান বাজারে বর্তমানে প্রতি কেজি পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়, সাদা লেয়ার বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। কবুতর প্রতিটি ১৫০ টাকা ও হাঁস ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
অস্থিরতার পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে মুরগির বাজারে। কয়েকদিনের ব্যবধানে এই পোলট্রি পণ্যের দাম কেজিতে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত কমেছে।