মাইকে হ্যালো বলতেই প্রাণ হারলো যুবক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৮ পূর্বাহ্ন, ৩০শে মার্চ ২০২৩
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাইকে হ্যালো বলতেই এক যুবক প্রাণ হারিয়েছেন। নিহতের নাম মোজাম্মেল (২৮)।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের হরিমন্দিরে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত মোজাম্মেল (২৮) ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের হাফিজ উদ্দিন বেপারীর ছেলে। মোজাম্মেলের চার বছর বয়সী একজন ছেলেসন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ইউপি সদস্য আক্তার হোসেন। তিনি জানান, মোজাম্মেল (২৮) হরিমন্দিরে ডেকোরেশনের কাজ করতেন। সাউন্ড বক্স রেডি করতে গেলে মাইকের সঙ্গে বিদ্যুৎ সংযোগ হয়। মাইক আর সাউন্ড বক্স ঠিক আছে কিনা তা দেখতে গিয়ে মাইক হাতে নিয়ে হ্যালো বলতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।