প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:২৮ পিএম, ৩০শে মার্চ ২০২৩


প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ফাইল ছবি

এবার প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।


বুধবার (১৯ মার্চ) রাতে আবদুল মালেক নামে এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা দায়ের করেন।


মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র।


মামলার বিষয়ে রমনা থানা পুলিশ জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা থানার পরিদর্শক আবু আনছারকে।


এর আগে গতকাল বুধবার (২৯ মার্চ) স্বাধীনতা দিবসে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ এনে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তি।