বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়া সেই শিক্ষার্থীর মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৩


বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়া সেই শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়া শিক্ষার্থী মারিয়া আক্তার মারা গেছেন।


বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ তিনি মারা যান।


নিহতের দুলাভাই আশরাফ আলী জানান, মারিয়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে সে গুরুতর আহত হয়।


মারিয়ার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুরের, তার বাবার নাম ফয়েজ উদ্দিন।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানিয়েছি।