‘তোফায়েল ভাইয়ের মতো কিংবদন্তি নেতা আমরা আর পাবো না’
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৩
তোফায়েল ভাইয়ের মতো কিংবদন্তি রাজনৈতিক নেতা আমাদের দক্ষিণ বাংলায় আর জন্ম হবে না। তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারই আমাদেরকে বারবার বলে দিচ্ছে, তোফায়েল আহমেদ দক্ষিণ বাংলার একজন কিংবদন্তি নেতা। সারাজীবন শুধু দলের জন্য, দলের নেতাকর্মী এবং ভোলার তৃণমূল মানুষের জন্য ত্যাগই করে গেছেন, কখনো ভোগ করেন নি।
তার হাজারো গুণের মাঝে একটা গুণ আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সেটা হচ্ছে তোফায়েল ভাই নিজের জীবনে কখন কি পেলাম,আর কি পেলাম না, তা নিয়ে কখনোই ভাবেন নি।
সারাক্ষণ শুধু ভেবেছেন এই ভোলার গরীব,দুঃখী,অসহায়? দরিদ্র, নির্যাতিত,নিষ্পেষিত ও অবহেলিত মানুষকে কি ভাবে ভালো রাখা যায়। পাশাপাশি কি ভাবে ভোলাকে নদী ভাঙ্গণের হাত থেকে রক্ষা করা যায়, কি ভাবে ভোলার সর্বস্তরের মানুষের জীবন মানের উন্নয়ন করা যায়,কি ভাবে ভোলাকে আধুনিক করা যায়, কি ভাবে ভোলার যোগাযোগ ব্যবস্থা আরো আধুনিকায়ন করা যায় এগুলো্নিয়েই নেতা পড়ে থাকেন জীবনের প্রতিটা সময়। আল্লাহ আমার এই মহান নেতার দীর্ঘায়ু ও নেক হায়াত দান করুক
বৃহস্পতিবার (৩০ মার্চ) তার সাথে একান্ত আলাপ কালে এমনটি বললেন ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের পর পর দুই বারের অত্যন্ত সফল চেয়ারম্যান এবং এক সময়ের জাতি গড়ার কারিগর প্রবীণ শিক্ষক (অবঃ) ভেলুমিয়া ইউনিয়নের তৃণমূল আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের মনের মণি কোঠার অত্যন্ত প্রিয় ব্যক্তি আব্দুস সালাম মাস্টার (অবঃ)।