শনিবার থেকে ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০৯ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৩
রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা শরিফুল আলম বলেছেন, আগামী শনিবার (১ এপ্রিল) থেকে ঈদের অগ্রিম এই টিকিট কেনা যাবে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে রেলের এই কর্মকর্তা বলেন, ‘আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট কেনা যেত, এখন ১০ দিনেরটা কেনা যাবে। এই টিকিট কাউন্টার ও অনলাইন থেকে সংগ্রহ করা যাবে।
এদিকে আগামী ৭ এপ্রিল থেকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট ইস্যু করা হবে।
শরিফুল আলম বলেছেন, ‘আসন্ন পবিত্র ঈদুল ফিতর এ আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭-৩০ এপ্রিল শুধুমাত্র অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে।’
টিকিট কেনার জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, রেলসেবা অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধন যাচাই করে রেজিস্ট্রেশন করতে হবে।