দেশের মানুষের কষ্ট সরকার বোঝে না: জিএম কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৩ এএম, ৩১শে মার্চ ২০২৩

অবস্থা দেখে মনে হচ্ছে সরকার দেশের মানুষের কষ্ট বোঝে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, লুটপাট ও বিদেশে টাকা পাচারের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের মানুষের হাতে টাকা নেই। সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় বেড়েছে কয়েকগুণ।
সভায় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ ও তারেক এ আদেলসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বছরজুড়েই মহানবীর জীবন-আদর্শ চর্চা অব্যাহত রাখার আহ্বান জামায়াতের

জনগণ আর কোনো চাঁদাবাজ-ফ্যাসিবাদকে চায় না: ডা. তাহের

রাজবাড়ীর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে: এনসিপি
