দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার থাকা উচিত: জাইমা রহমান

দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিজ্ঞাপন
রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আরও পড়ুন: মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
বিজ্ঞাপন
জাইমা রহমান বলেন, এখানে উপস্থিত সবাই একই রকম নন। আমাদের আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা রয়েছে। তবু আমরা একসঙ্গে বসে আলোচনা করছি, একে অন্যের কথা শুনছি। দেশের কল্যাণের চিন্তাই আমাদের সবাইকে এক জায়গায় এনেছে। এই ভিন্নতার মধ্যেই সংলাপ ও সহাবস্থান গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।
তিনি বলেন, ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে আজ আমি এখানে দাঁড়িয়েছি। নীতিনির্ধারণী পর্যায়ে এটিই আমার প্রথম বক্তব্য। আমি এমন কেউ নই, যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজ ও দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার থাকা উচিত। আজ আমি এসেছি মূলত শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে।
বিজ্ঞাপন
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে জাইমা রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য নারীদের অংশগ্রহণ অপরিহার্য। জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো দেশই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে না।








