জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যন তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে জুলাই যোদ্ধাদের জন্য একটি স্বতন্ত্র ডিপার্টমেন্ট গঠন করা হবে।
বিজ্ঞাপন
রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে বিএনপি একটি আলাদা কাঠামো গড়ে তুলতে চায়। তাদের দেখভাল, সহায়তা এবং অধিকার রক্ষায় এই ডিপার্টমেন্ট কাজ করবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনের সুযোগ পাবে। তখন শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের যে কষ্ট, বঞ্চনা ও দাবি রয়েছে, সেগুলো লাঘব করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপি চেয়ারম্যন বলেন, জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন এবং যারা আহত হয়ে জীবন চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।








