মেট্রোরেল চলাচলের নতুন সময় ঘোষণা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৪ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৩
আগামী ৫ এপ্রিল থেকে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়। ওইদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ট্রেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ডিমটিসিএল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আগামীকাল শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন। এ নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের অংশের নয়টি স্টেশনের সবগুলো চালু হচ্ছে।
এম এ এন ছিদ্দিক বলেছেন, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের সবকটি স্টেশন চলতি মাসে চালু হয়ে যাবে। আর চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রো ট্রেন চলাচল। ভোর থেকে মাঝরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে।