শেষ কর্মদিবসে ইফতারের আগে সড়কে তীব্র যানজট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪১ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৩


শেষ কর্মদিবসে ইফতারের আগে সড়কে তীব্র যানজট
রাজধানীর এয়ারপোর্ট সড়কে ইফতারের আগে তীব্র যানজট। ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজানের সপ্তম দিন ছিল আজ। সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে ইফতারের আগে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেশিরভাগ অফিস-আদালত বিকেল ৩টায় ছুটি হওয়ায় সব গাড়ি একসঙ্গে রাস্তায় বের হয়েছে। এতে যানজটের চরম আকার ধারন হয় রাজধানীতে।


বৃহস্পতিবার (৩০ মার্চ) ইফতারের প্রায় ৪৫ মিনিট আগে রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর, বিজয় সরণি ঘুরে যানজটের এ চিত্র দেখা যায়।


অন্যদিকে মহাখালী, বনানী,গুলশানে সরেজমিনে দেখে গেছে, সপ্তাহের শেষ কর্মদিবস হলেও এসব এলাকায় অসহনীয় যানজট নেই। তবে যান চলাচলে ধীরগতি রয়েছে।


ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, রাস্তায় গাড়ির চাপ রয়েছে, তবে তা অসহনীয় পর্যায়ে নয়। রোজার মাসে মানুষের অফিস ছুটি হয়েছে একসঙ্গে, সবাই বাসায় ফিরছেন ইফতার করার জন্য, সেজন্য রাস্তায় কিছুটা গাড়ির চাপ রয়েছে।


মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল হোসেন বলেন, রাস্তায় গাড়ির চাপ আছে, পরিস্থিতি ঠিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি। 


সংসদ ভবন এলাকায় বাসের জন্য অপেক্ষা করা আলমগীর হোসেন বলেন, ৪০ মিনিট ধরে বাসে জন্য দাঁড়িয়ে আছি। কোনো বাস তো পাচ্ছি না, উবার, পাঠাও কল করে মোটরসাইকেলও পাওয়া যাচ্ছে না।