জেসমিনের মৃত্যু, র‌্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে তদন্ত ক‌মি‌টি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৩ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৩


জেসমিনের মৃত্যু, র‌্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে তদন্ত ক‌মি‌টি
সুলতানা জেসমিন। ফাইল ছবি

র‌্যাব হেফাজতে নওগাঁয় সুলতানা জেসমিন নামে নারীর মৃত্যুর ঘটনায় র‌্যাবের ১১ জন সদস্যকে জিজ্ঞাসাবাদ কর‌ছে তদন্ত ক‌মি‌টি। তারা র‌্যাব-৫ (জয়পুরহাট) এর ব্যাটালিয়নের মাঠ পর্যায়ে কর্মরত। ১১ জনের মধ্যে রয়েছেন একজন মেজর, পুলিশের এএসপিসহ অন্যান্য সদস্য ও গাড়িচালক।


বৃহস্পতিবার (৩০ মার্চ) এ ঘটনায় জড়িত র‌্যাব সদস্যদের ‘ক্লোজ’ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।


এদিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ওই অভিযানে যারা ছিলেন, সেই ১১ জনকে তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ কর‌ছে তদন্ত ক‌মি‌টি। ওই ঘটনা তদন্তে র‌্যাব সদর দপ্তর এক‌টি কমিটি গঠন ক‌রে। কমিটি এই অভিযানে যুক্ত প্রত্যেক র‌্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে। 


জানা গেছে, যুগ্ম সচিব এনামুল হকের অভিযোগে গত ২২ মার্চ নওগাঁ থেকে র‌্যাব আটক করে ভূমি অফিসের কর্মী জেসমিনকে। চার ঘণ্টা পর তাকে অসুস্থ অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায় র‌্যাব। সেখান থেকে তাকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার সেখানে তার মৃত্যু হয়।


র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর পর তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পরিবারের অভিযোগ, র‌্যাবের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। সেই অভিযোগ অস্বীকার করে র‌্যাব বলছে, ৪৫ বছর বয়সী ওই নারীকে আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন।


র‌্যাব হেফাজতে মৃত্যুর এই ঘটনায় হাই কোর্ট জেসমিনের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন তলব করেছে। র‌্যাবের কে কে জিজ্ঞাসাবাদে ছিল, তাও জানতে চেয়েছে।