যারা চট্টগ্রাম বন্দরকে কাউন্ট করতো না, তারা এখন বিনিয়োগ করতে চায়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৩ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৩


যারা চট্টগ্রাম বন্দরকে কাউন্ট করতো না, তারা এখন বিনিয়োগ করতে চায়
বন্দর কর্মচারি পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সিঙ্গাপুর পোর্ট  কর্তৃপক্ষ এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই পোর্ট চট্টগ্রাম বন্দরকে এক সময় কাউন্ট করতোনা এখন তারা চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে চায় পার্টনার হতে চায়। 


বৃহস্পতিবার (৩০ মার্চ) চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটরিয়ামে বন্দর কর্মচারি পরিষদ আয়োজিত ‘চট্টগ্রাম বন্দরের উন্নয়নে কর্মচারিদের অবদান’ শীর্ষক  মতবিনিময় সভায় এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, বন্দরের কর্মচারিরা চট্টগ্রাম বন্দরকে এমন জায়গায় নিয়ে গেছেন। আমাদের কাছে এত বিনিয়োগ আমরা কাকে দিব কাকে দিবোনা এরকম একটি অবস্থা হয়ে গেছে। মাতারবাড়ীতে আমরা টেন্ডার করেছি সেখানে আমেরিকাসহ পৃথিবীর বড় বড় দেশ সকলেই আসতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এত উচ্চতায় নিয়ে গেছেন যেখানে সকলেই বাংলাদেশকে সমীহ করে।


অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম‍্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, চট্টগ্রাম বন্দর কর্মচারি পরিষদ (সিবিএ) সভাপতি মো. আজিম এবং সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক বক্তৃতা করেন।