জুম্মার নামাজের পর পল্টনে ধাওয়া-পাল্টা ধাওয়া


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৬ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৩


জুম্মার নামাজের পর পল্টনে ধাওয়া-পাল্টা ধাওয়া
রাজধানীর পল্টনে ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি: সংগৃহীত

জুম্মার নামাজের পর রাজধানীর পল্টনে বায়তুল মোকাররমে ‘ইসলামি কানুন বাস্তবায়ন কমিটি’ নামে একটি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।


শুক্রবার (৩১ মার্চ) নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘ইসলামি কানুন বাস্তবায়ন কমিটি’ নামে একটি সংগঠন সব নাগরিকের ধর্ম পালনের অধিকার নিশ্চিতের দাবিতে মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।


ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করা হচ্ছিল। এসময় তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়। মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।