বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: বিপ্লব বড়ুয়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৫ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৩
বাংলাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, দেশপ্রেম ও দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টির জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর সবুজবাগে বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, কোনো কোনো মহল চায় না বাংলাদেশ এগিয়ে যাক। সাম্রাজ্যবাদী দালালরা ক্রিয়াশীল, তারা চায় আমাদের রক্তে অর্জিত স্বাধীনতা, উন্নয়ন ও সুশাসনকে ব্যর্থ প্রমাণ করতে। বাঙালি সংস্কৃতিকে স্বাধীনতার ৫০ বছরে একটি প্রশ্নবোধক চিহ্নের মধ্যে রাখার কথা ছিল না।
প্রথম আলোর দিকে ইঙ্গিত করে বিপ্লব বড়ুয়া বলেন, ‘স্বাধীনতা দিবসের দিনে বাঙালির একটি সংবেদনশীল, একটি আবেগঘন দিনে, দেশপ্রেমের চরম প্রকাশের দিনে দেশের প্রথম সারির একটি দৈনিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে, একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কাল্পনিক দিনমজুরের মুখ দিয়ে যা বলার চেষ্টা করা হয়েছে, এতে শুধু ৩০ লাখ মানুষের আত্মত্যাগের সঙ্গে কটাক্ষ করেনি, তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেসব নাগরিকদের অসম্মান করেছে।
সাধারণ সভায় উদ্বোধনী বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ স্বাধীনতার প্রেক্ষাপট রচনা এবং নানা প্রতিবন্ধকতার মধ্যে এগিয়ে চলা রাজনীতি ও সংস্কৃতির তুলনামূলক বিচারে বিস্তর আলোচনা করেন।