বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১০ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৩
রাজধানীর মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৩১ মার্চ) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।
এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
হামলায় আহত সাংবাদিকরা বলেন, বিএনপি নেতাকর্মীরা অতিথিদের (সাংবাদিক) সম্মান রক্ষা করতে জানে না।
এ সময় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে নিজ দলের নেতাকর্মীদের সুশৃঙ্খল হওয়ার আহ্বান জানান।