৮ প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৩ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৩
রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ফতুল্লা ও কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল তার, বৈদ্যুতিক পাখা সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩১ মার্চ) র্যাব-১০ এর অধিনায়ক (সিও) মোহাম্মদ ফরিদ উদ্দীন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই মোবাইল কোর্ট আনুমানিক ১ লাখ টাকা মূল্যের নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী জব্দ ও ধ্বংস করে।
তিনি আরও জানান, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী সামগ্রী উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল।