চলতি মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৭ সাংবাদিক গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৮ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৩
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মার্চে ডিজিটাল নিরাপত্তা আইনের ১০ মামলায় দৈনিক প্রথম আলোর একজন সাংবাদিকসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) সংগঠনটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। দেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মার্চ মাসে দেশে ৩৬১ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৭২টি, অ্যাসিড নিক্ষেপের ঘটনা একটি ও গণপিটুনির ঘটনায় সাতজন নিহতের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন প্রবলভাবে সমালোচিত। এ আইনে মামলার নামে হয়রানি কমেনি। ধারাবাহিকভাবে এর অপব্যবহার বেড়েই চলেছে।
এমএসএফ মনে করে, এ আইনে যথেচ্ছ অপব্যবহারের মাধ্যমে মানুষের মতপ্রকাশে বাধা দেওয়া হচ্ছে এবং মুখ বন্ধ করার ভয়ংকর অপতৎপরতা চালানো হচ্ছে। এ আইনের বাতিল চেয়েছে সংগঠনটি।