সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২৭ এএম, ২রা এপ্রিল ২০২৩


সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার
ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশ মোগরাপাড়া চৌরাস্তার মোড় থেকে ৩৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। 


গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার মেঘনা থানার আলগি গ্রামের আব্দুর রবের ছেলে রনি(২৪) সে বর্তমানে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির ঝাউচর এলাকার শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া, ও অপর আসামী নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকার আব্দুল জাহেরের ছেলে রবিন মিয়া(২৩)।


শুক্রবার (৩১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই মো. ইমরান হোসেন ও সঙ্গীয়র্ফোস মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তার মোড় নামক এলাকায় রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যাবসায়ী মো.রনি ও রবিনকে আটক করে। এসময় তাদের কাছে থাকা ৩৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন,মাদক ব্যবসায়ি রনি ও রবিন তারা দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্যারের নির্দেশনায় সোনারগাঁ থানা এলাকা মাদকমুক্ত করার অংশ হিসাবে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৬শত পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।


তাদের বিরূদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।সেই সাথে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।