ইতালিতে চ্যাটজিপিটি নিষিদ্ধ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৪:৫১ পূর্বাহ্ন, ২রা এপ্রিল ২০২৩


ইতালিতে চ্যাটজিপিটি নিষিদ্ধ
ফাইল ছবি

ডিজিটাল দুনিয়ার গোপনীয়তা রক্ষার অংশ হিসেবে চ্যাটবট চ্যাটজিপিটি প্রযুক্তি নিষিদ্ধ করেছে ইতালি।


শনিবার (১ এপ্রিল) সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 


বর্তমান সময়ের জনপ্রিয় চ্যাটজিপিটি তৈরি করেছে মার্কিন স্টার্ট-আপ ওপেনএআই, তাদের সাহায্য করছে বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট মাইক্রোসফট। 


সম্প্রতি এই  চ্যাটবট ব্যবহারে গোপনীয়তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইতালির উপাত্ত-সুরক্ষা কর্তৃপক্ষ। তারা বলছে, এই সিদ্ধান্তের ফলে ওপেনএআই ও ইতালির ব্যবহারকারীদের মধ্যকার উপাত্ত আদান-প্রদানের ওপর সাময়িক বিধিনিষেধ তাৎক্ষণিক কার্যকর হবে।


গত বছরের নভেম্বর মাসে চালু হওয়ার পর থেকে কোটি কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করছেন। এটি ইন্টারনেট তথ্যভাণ্ডার ব্যবহার করে মানুষের মতো ভাষা ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে পারে, লেখার শৈলীর অনুকরণও করতে পারে।  তৈরি করে দিতে পারে জটিল কোড থেকে সৃজনশীল লেখা।


কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে, এ প্রযুক্তি শুধু চাকরির জন্য হুমকিই নয়, ভুল তথ্য ও পক্ষপাতিত্ব ছড়ানোর ঝুঁকিও রয়েছে।