ফের ট্রলের শিকার শুভশ্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৪৭ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। ভুল উচ্চারণে ইংরেজি বলা বা শ্যামবরণ থেকে চেহারা সাদা ধবধবে হওয়া নিয়ে রংবার ট্রলের মুখে পড়তে হয়েছে টালিউড এই নায়িকাকে।
সেই ধারাবাহিকতায় ফের ট্রলের মুখে পড়লেন তিনি। সোশ্যাল মিডিয়া য়নিয়মিত রিল ভিডিও প্রকাশ করেন তিনি। সম্প্রতি একটি ভিডিওতে তিনি দেখিয়েছেন যে, প্রিয় বন্ধু ফোন না ধরলে ঠিক কী করা উচিত! তাতে অভিনয় করেছিলেন নায়িকা নিজেই।
ক্ষুদ্র সেই ভিডিও অনুরাগীদের মনে ধরে। পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রীকে সে কথা জানিয়েছেন তারা। ভিডিওতে শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের একটি স্যাটিনের শার্ট। ঠোঁটে লিপস্টিক।
তবে মুখে কোনোরকম মেকআপ করেননি তিনি। মেকআপ না করার কারণে নেটিজেনদের একাংশ তারা মেকআপহীন চেহারা নিয়ে কটাক্ষ শুরু করেন।
আবার অপরজনের টিপ্পনি, আপনার স্কিন এত খারাপ হয়ে গেছে কেন? ডাক লিপ করতে গিয়ে ঠোঁটের নিচে দাগ করে ফেলেছে। যেই করুক, তিনি ভালো সার্জন নন।
আরেকজনের কথায় আবার খানিক আফসোসের সুর। তিনি বলেছেন, পরিণীতায় অভিনয় করার সময়ে অনেক বেশি সুন্দর ছিলেন আপনি।
তবে মেকআপ ছাড়া প্রকাশ্যে এসে অনুরাগীদের প্রশংসাও কুড়িয়েছেন শুভশ্রী। অনেকেই তার প্রশংসা করেছেন। ট্রোল-কটাক্ষ নিয়ে যদিও ভাবিত নন তিনি। আগে এসব খারাপ লাগলেও, এখন লাগে না।