শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ স্থগিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৭ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার প্রতিবাদে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সমিতির কার্যকরি কমিটি।
রবিবার (২ এপ্রিল) সমিতির বৈঠকে শেষে এ তথ্য সাংবাদিকদেরকে জানান সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
তিনি জানান, পরবর্তীতে উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনা করে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হবে।
সাইমন সাদিক বলেন, আমাদের কার্যনির্বাহী কমিটির ৯ম মিটিং হয়েছে। সেখানে একবাক্যে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আমাদের সম্মানিত সদস্য জায়েদ খানের সদ্য পদ স্থগিত করা হলো।
তিনি বলেন, এই স্থগিতাদেশের সিদ্ধান্ত এখনই চূড়ান্ত নয়। আজকের সিদ্ধান্তের বিষয়টি আমাদের উপদেষ্টামণ্ডলী ও আইনজ্ঞদের সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় জায়েদ খানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।